Friday, June 6, 2014

বঙ্গমণি

যদিও বাংলা ভাষা পৃথিবীর অন্যতম উন্নত ভাষা, পৃথিবীর জনসংখ্যার এক-চতুর্থাংশের মাতৃভাষা বাংলা, তবু আন্তর্জালে (Internet) বাংলার উপস্থিতি নগন্য | সেটা মূলত বাঙ্গালীদেরই দোষ, কারণ এ ব্যাপারে আমরা প্রায় কিছুই করিনা | এখানে তাই তার প্রশমনের প্রচেষ্টা করা হবে |
 
এক জায়গায় থাকবে আন্তর্জালে (Internet) প্রাপ্ত বিভিন্ন আকর্ষনীয় সংযোগ (URL)-এর ফর্দ ও সংক্ষিপ্ত বিবরণ | অন্য জায়গায় থাকবে বিভিন্ন বই থেকে টোকা অংশ, যা আন্তর্জালে পাওয়া যাচ্ছে না | সেই সব বই থেকেই টোকা হবে, যাদের গ্রন্থস্বত্ব শেষ হয়ে গেছে, যদিও সে ব্যাপারে সঠিক খবর বার করা মুস্কিল, তাই কিছু ভুলচুক হয়ে যেতেই পারে, অতএব অগ্রিম ক্ষমা প্রার্থনা করা রইলো
আকর্ষনীয় বাংলা সাহিত্যের সংযোগ
আলালের ঘরে দুলাল
আরণ্যক, বিভূতিভূষণ বন্দোপাধ্যায় 
কপালকুণ্ডলা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
কৃষ্ণকান্তের উইল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

ছোটগল্প

কবিতা
দ্বিজেন্দ্রগীতি
নজরুল ইসলামের কবিতা
মনসা মঙ্গল কাব্য, বিজয় গুপ্ত
মাইকেল মধুসূদন দত্ত
মেঘদূতম্, দ্বিতীয় ভাগ (বাংলা)
শ্রীমদ্ভগবদ্গীতা

ছোটবেলার ছড়া

আমার করা প্রতিলিপি
আমার লেখা
কোনটা আসল অশোক স্তম্ভ?
জন্মাষ্টমী ও Valentine's Day
ৎসুনামি থেকে সল্ট লেক
ভিস্তি
সোনালী ফুলের ফোয়ারা

রম্যরচনা
ষষ্ঠীপুজো

বিভিন্ন ভারতীয় ভাষায় খাদ্যদ্রব্যের নাম
(Multilingual list of edible plants used in Indian cuisine)

No comments:

Post a Comment